আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে গোটা দেশ। দেশের বাইরে বিদেশেও এর আঁচ গিয়ে পৌঁচেছে। সমাজের সকল শ্রেণীর মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং এই ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে শনাক্ত করে ফাঁসির দাবি জানাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনাকে নিয়ে প্রতিবাদ গড়ে উঠছে। মঙ্গলবার বুনিয়াদপুরে 'বংশীহারী ব্লক নারী সুরক্ষা ও নাগরিক মঞ্চ' নামক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুরনো বাসস্ট্যান্ড প্রতিবাদ সমাবেশ করা হয়। পরবর্তীতে হাতে মশাল নিয়ে পথ মিছিলের মধ্য দিয়ে দোষীদের ফাঁসির দাবিতে বুনিয়াদপুর শহর পরিক্রমা করা হয়। আর সেই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়। 'দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ' লিখা ফেস্টুন নজরে আসে আন্দোলনকারীদের হাতে।
এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করি দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের সাথে। তিনি আমাদের জানান, 'বিজেপি সিপিএম প্রতিবাদের নামে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে,কারণ ওনারা যানেন উনাদের রাজনৈতিক সমাবেশে মানুষের ভিড় হবে না'। এর পাশাপাশি সুভাষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন, তদন্তভার এখন সিবিআই এর হাতে, সিবিআই কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত... বিজেপি সিপিএমের উচিত সিবিআইকে প্রশ্ন করা। ভোটে হেরে গিয়ে এখন মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি।
যদিও সুভাষ ভাওয়ালের বক্তব্যকে নস্যাৎ করে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী আমাদের জানান,' আরজি কর কান্ডের প্রতিবাদের লড়াই এখন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের লড়াই নয়, গোটা বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। তাই কেবলমাত্র বুনিয়াদপুরে নয় গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষ পথে নেমেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। স্বরূপ চৌধুরী আরো জানান, 'বুনিয়াদপুরে যে প্রতিবাদ সমাবেশ হয়েছে তা সম্পূর্ণ অরাজনৈতিক তার সাথে বিজেপির কোন যোগ নেই",।