দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে উদয়পুর গ্রাম পঞ্চায়েত নড়বড়িয়া এলাকায় থেকে গতকাল সন্ধ্যায় কুশমন্ডি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই বাংলাদেশীকে গ্ৰেপ্তার করছে। কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন জানা যায় ধৃত সুজয় দুই যুবক চন্দ্র রায় (১৯) হরপ্রতি দেবশর্মা (১৯) বাংলাদেশ মাধবপুর এলাকায় বাড়ি।
ঘটনার উল্লেখ্য, বাংলাদেশের সরকার পঠপরিবর্তনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। ইন্দো-বাংলা সীমান্তগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে বিএসএফ। তবু নানান সুযোগ সীমান্ত পেরিয়ে বহু বাংলাদেশের নাগরিক অনুপ্রবেশ করছে ভারতে। এদিনের ধৃত যুবকরা কি উপায় সীমান্ত পেরিয়ে ভারতে এসেছে তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ প্রশাসন।
সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ডে নিয়েছে কুশমন্ডি থানারপুলিশ প্রশাসন। এদিকে কুশমন্ডি থানার পুলিশ এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।