Type Here to Get Search Results !

টানা ৬ দিন সিবিআই দফতরে সন্দীপ! বুধে আরজি করের সুরক্ষা দায়িত্বে সিআইএসএফ


বুধবারেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গেলেন আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে আজ থেকেই আরজি কর হাসপাতালে সুরক্ষার দায়িত্ব নিতে চলেছে সিআইএসএফ। 



আপনার নিউজ ডেক্স:- সিবিআই কর্মকর্তারা যেন সন্দীপের কথায় সন্তুষ্টি হতে পারছেন না। বুধবারেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গেলেন আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে আজ থেকেই আরজি কর হাসপাতালে সুরক্ষার দায়িত্ব নিতে চলেছে সিআইএসএফ। সকাল সওয়া ৯টা নাগাদ সন্দীপের গাড়ি এসে থামে সিজিও কমপ্লেক্সের সামনে। হাতে একটা ফাইল নিয়ে সোজা ঢুকে যান সিজিও কমপ্লেক্সের মধ্যে। উল্লেখ্য, ইতিমধ্যেই নানান দুর্নীতি বিষয়ে সন্দীপের বিরুদ্ধে সিট গঠন করেছে রাজ্য সরকার। ফলে লালবাজার থেকেও তলব পেয়েছেন সন্দীপ। বুধবার বেলা ১২টা নাগাদ হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। 


অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বুধবার সকালে আরজি কর হাসপাতালে পৌঁছলেন দুই সিআইএসএফ কর্তা। সকাল ৯টা নাগাদ ওই বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিংহ ও এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতাল পরিদর্শনের জন্য যান।


মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আরজি করের সুরক্ষার দায়িত্ব শোপেছেন সিআইএসএফ-,এর হাতে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছিলেন, পর্যাপ্ত পরিমাণে সিআইএসএফ কিংবা সিআরপিএফ জওয়ানকে আরজি কর হাসপাতালে মোতায়েন করা যাবে। সূত্রের খবর অনুসারে, বুধবার থেকেই আরজি করে সুরক্ষার দায়িত্ব নিতে পারে সিআইএসএফ।  সুপ্রিম কোর্টের সেই নির্দেশ দ্রুত কার্যকরে উদ্যোগী সিআইএসএফ। 


গত ৯ অগস্ট আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনসমক্ষে নির্যাতিতার নাম বলে দেন সন্দীপ। পুলিশ সূত্রে খবর, ওই কারণেই তাঁকে তলব করা হয়েছে। তিনি কলকাতা পুলিশের ডাকে সাড়া দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। তার মধ্যেই দেখা গেল বুধবার সকালেই সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ। লালবাজারে কি যাবেন? তবে আজ সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দেননি সন্দীপ। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side