দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার প্রবল দুই দিন বৃষ্টির জেরে টাঙ্গন নদী জল বেড়েছে। কুশমন্ডি ব্লকে উদয়পুর গ্রাম পঞ্চায়েত কান্দহ বেসাতধি পাড়া মহিষাকুড়ি বলরামপুর এলাকায় টাঙ্গন নদী বাঁধ ধস নমাতে শুরু করছে । এলাকায় গ্ৰামবাসী আতঙ্কে রয়েছে ।
কুশমন্ডি টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শন করলেন ও উদয়পুর গ্রাম পঞ্চায়েত ত্রাণ শিবির প্ররিদর্শন করেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা উদয়পুর গ্রাম পঞ্চায়েত উপ প্রধান বিশ্বনাথ রায় এলাকায় গ্ৰামবাসীরা। এদিন টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শন সঙ্গে এলাকায় মানুষদের সাথে কথা বললেন কুশমন্ডি ব্লকের বিডিও। বন্যা হলে এলাকায় পাঁচ হাজার মানুষ সরিয়ে প্রাথমিক বিদ্যালয় সুরক্ষিত জায়গা রাখার ব্যাবস্থা করা হয়ে। কুশমন্ডি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কিউ আর টিম রেডি রয়েছে কান্দহ ফ্লাট সেন্টার রেডি রয়েছে সেখানে গ্ৰামবাসীদের নিয়ে যাওয়া হবে । এই বিষয়ে উদয়পুর গ্রাম পঞ্চায়েত উপ প্রধান বিশ্বনাথ রায় বলেন, টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শন করলাম গ্ৰামবাসীরা আতঙ্কে রয়েছে গ্ৰামবাসীদের সতর্ক করলাম।