হরিশ্চন্দ্রপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, ব্লক সভাপতির ডাকা বৈঠকে "টিকিট চোর" স্লোগান, দুই পক্ষের সংঘর্ষে বানচাল বৈঠক
মালদা; তনুজ জৈন:- পঞ্চায়েত ভোটে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে কার্যত বিপর্যয় হয়েছে শাসকদলের। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাঁচল বিধানসভার অন্তর্গত চারটি এলাকাতেও কংগ্রেস সিপিআইএম জোটের কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল।আর কার্যত তারপর থেকেই হরিশ্চন্দ্রপুর ১( বি)-ব্লক তৃণমূলের সভাপতি মানিক দাস কে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। দলের একাংশ সরাসরি মানিক দাসের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করার অভিযোগ তুলে সরব হয়েছে। বেশ কয়েক জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। দাবি উঠেছে মানিক দাসকে পদ থেকে সরিয়ে দেওয়ার।এরকম আবহে মানিক দাস কার্যত নিজেও বুঝতে পেরেছেন তার ব্লক সভাপতির পদ টলোমলো করছে।যে কোনো মুহূর্তে বড় রদবদল হয়ে যেতে পারে। তাই নিজের পদ বাঁচাতে সোমবার সন্ধ্যায় ব্লক সভাপতি মানিক দাস বরুই গ্রাম পঞ্চায়েতের পেমা কালিবাড়ি এলাকায় একটি কৌশল বৈঠক ডেকে ছিলেন। কিন্তু সেখানেও বিপত্তি। বৈঠকে উপস্থিত একাংশের মধ্যে থেকে মানিক দাস কে লক্ষ্য করে "টিকিট চোর" স্লোগান উঠে। তারপরেই ব্যাপক উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।সংঘর্ষ শুরু হয়ে যায় মানিক দাসের অনুগামীদের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের।পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে দেখে সেই বৈঠক বানচাল করেন ব্লক সভাপতি মানিক দাস ও অঞ্চল সভাপতি মিন্টু আলম।