WB Food Department Recruitment 2024
আপনার নিউজ ডেক্স:- কেবলমাত্র ইন্টারভিউ দিয়ে মোটা অংকের টাকার চাকরি সুযোগ দিচ্ছে খাদ্য দপ্তর। ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেখানে প্রার্থীদের Data Analyst,Devloper সহ আরো অন্যান্য পদে নিয়োগ করতে চাইছে। তাই কিভাবে আবেদন করবেন? এই প্রতিবেদনে স্ববিস্তারে আলোচনা করা হলো।
চাকরির বিবরণ
খাদ্য দপ্তরের থেকে যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে প্রার্থীদের মোট চারটি পদে নিয়োগ করা হবে – Data Analyst, Project manager, IT Support Personal,Devloper
দেখুন শূন্যপদের সংখ্যা কত
Data Analyst – ০১ টি ।
Project manager- ০১ টি ।
IT Support Personal- ০২ টি ।
Devloper – ০২ টি ।
বেতন কাঠামো: উল্লেখিত পদে আবেদনকারী প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হলে পদ অনুযায়ী বেতন পাবেন। যা নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
Data Analyst – ২,২৫,০০০/- টাকা প্রতিমাসে।
project manager – ২,২৫০০০/- টাকা প্রতিমাসে।
Developer – ৭০,০০০/- টাকা প্রতিমাসে।
IT Support Personnel – ৪০,০০০/- টাকা প্রতিমাসে
,
শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা
বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখিত সব পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত ইউনিভারসিটি থেকে B.E/ B.Tech/ M.Sc / computer science ইত্যাদী বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ
৪৮ বছরের মধ্যে হতে হবে।
দেখুন আবেদন কিভাবে করবেন (Wb food department recruitment apply online)
প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন।
এরপর হোম পেজে থাকা আবেদন লিংকে ক্লিক করুন।
তারপর আপনার বিশদ তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
এরপর যেসব ডকুমেন্ট গুলি চেয়েছেন সেগুলি স্ক্যান করে আপলোড করুন।
এরপর সবকিছু একবার যাচাই করে আবেদন পত্র জমা দিন।
দেখুন নিবন্ধের তারিখ :
অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে – ০২/০৮/২০২৪ তারিখে।
অনলাইন আবেদনপ্রক্রিয়া।
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিঙ্ক | Apply Online |
অফিসিয়াল ওয়েবসাইট | www.food.wb.gov.in |
অন্যান্য চাকরির আপডেট | View More |