দিলদার আলী; কুশমন্ডি :- দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ মানুষের কর্মসংস্থানের মূল হল কৃষিকাজ। তবে সাবেকি কৃষিকাজের বাইরে বেরিয়ে এসে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকেরা শাকসবজি থেকে শুরু করে কাঁচালঙ্কা চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জেলার কুশমন্ডি ব্লকের বেরইল গ্ৰাম পঞ্চায়েত ডোমনাহার একডালা, বৈরাট্টা বিভিন্ন এলাকায় এক হাজার বিঘা লঙ্কা চাষ আবাদ হয়।
কৃষকদের মতে দীর্ঘ কয়েক বছর পর অল্প খরচে লঙ্কা চাষ করে বেশি মুনাফা পেয়েছেন। এতে লাভবান হয়েছেন কয়েকশ কৃষক। এই বিষয়ে বলতে গিয়ে লঙ্কা চাষী সফিকুল ইসলাম আমাদের জানান, প্রাকৃতিক পরিস্থিতি অনুকূল থাকায় অল্প খরচে এবার লঙ্কা চাষ করা গেছে,। অগ্রহায়ণ মাসের শুরুর দিক থেকে লঙ্কা চাষ করা হয়। এর পর ফাল্গুন মাস থেকেই লঙ্কা গাছে লঙ্কার ফলন শুরু হয়ে যায় এবং এই ফলন চলে শ্রাবণ মাস পর্যন্ত। অর্থাৎ প্রায় ছ মাস ধরে লঙ্কা গাছের লঙ্কা ফলন থেকে লাভবান হন কৃষকেরা। তবে অন্যান্য বারের তুলনায় এবারে কম খরচায় বেশি মুনাফা জন্যে কিছুটা আর্থিকভাবে উন্নতি হয়েছে এই কৃষকদের। অন্য এক লঙ্কা চাষী ফারুক হোসেন বলেন, অন্যান্য বারের তুলনা এবার লঙ্কার ফলন খুব ভালো হয়েছে, এর এর ফলে কিছু টাকার মুখ আমরা দেখতে পেয়েছি,'। এ বছরে পাইকারি বাজারে লঙ্কা ৮০ টাকা প্রতিক কিলো বিক্রি হচ্ছে।