Type Here to Get Search Results !

বাজেটে বাংলার কপালে শূন্য,অন্ধ্রপ্রদেশ ও বিহারের দিকে বিশেষ নজর


সুশোভন সিংহ; আপনার নিউজ:- তৃতীয় মোদি সরকারের বাজেটে বাংলার কপালে বরাদ্দ প্রায় শূন্য। জোট শরিকের অন্ধ্রপ্রদেশ ও বিহার পেল বিশেষ সুবিধা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব পাঠের সময় ‘পূর্বোদয় পরিকল্পনার’ কথা শোনালেও বাস্তবে তা বিহার ও অন্ধ্রপ্রদেশে কেন্দ্রিক আটকে গেল। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে ‘পূর্বোদয় পরিকল্পনা’। তবে বাজেটের বেশিরভাগ সময় এই বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহার এবং অন্ধ্রপ্রদেশের বিষয়গুলো তুলে ধরেছেন। অন্যদিকে বাংলা আবার বঞ্চিত। বাজেটে অমৃতসর-কলকাতা বাণিজ্যিক করিডরের কথা শোনালেন অর্থমন্ত্রী তবে এখানেও বাংলাকে বাদ দিয়ে বিহারের গয়া কেন্দ্রিক আটকে গেল পরিকল্পনা।


বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী দপ্তর থেকে বিহারের মন্ত্রীর প্রশ্নের উত্তরে বলা হয়েছিল বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না। তবে জোট শরিক কে খুশি করতে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের দিকে এই বাজেটে বিশেষ নজর থাকবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। গোটা বাজেট জুড়ে দেশের সবগুলো রাজ্যকে ছাপিয়ে কেবলমাত্র বিহার এবং অন্ধ্রপ্রদেশকে নিয়েই মাতামাতির মাত্রা বেশি দেখালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করলেন, অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। বিহারের জন্য তো কেন্দ্র আরও মন খোলা মেজাজে। নতুন বিমানবন্দর, নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেডিক্যাল কলেজ থেকে শুরু করে আরও প্রচুর পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিহারকে বরাদ্দ করেছে নির্মলার বাজেট। ২৬ হাজার কোটি টাকা খরচ করে পটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-ভাগলপুর মহাসড়ক, বোধগয়া-রাজগীর-বৈশালি-দ্বারভাঙা সড়ক উন্নয়নের আশ্বাস মিলেছে বাজেটে। তৈরি করা হবে গঙ্গার উপর দুই লেনের সেতুও।


দীর্ঘ তিন বছর যাবত কেন্দ্র সরকার বাংলার বকেয়া টাকা মেটায়নি। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বাংলার মানুষকে বঞ্চিত করেছিল দ্বিতীয় মোদি সরকার। এই বাজেটে পূর্বোদয় পরিকল্পনার কথা বলতে গিয়ে কেবলমাত্র পশ্চিমবঙ্গের নামটা উচ্চারণ করেন অর্থমন্ত্রী, এর বাইরে এই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কিছুই ছিল না। ভয়াবহ বন্যায় বাংলার উত্তরবঙ্গে জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কেবলমাত্র এই বছরই নয় উত্তরের রাজ্যগুলো থেকে নদীর জল অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেশি ঢোকে। এর ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণ বাংলাতেই বেশি। বারের বাজেটে বন্যা পরিস্থিতি সামাল দিতে সিকিমের জন্য বরাদ্দের উল্লেখ রয়েছে। এমনকি বিহার, অসম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা রয়েছে বাজেটে। অথচ বাংলার উত্তরে জেলাগুলোর জন্য কোন বরাদ্দ নেই কেন্দ্রের। অথচ বিহারের তুলনায় বাংলায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি।


এই বাজেটকে খোঁচা দিয়ে তৃণমূলে সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেন, “ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর পেশ করা একটি ব্যর্থ বাজেট। এই বাজেটের কোনও ওয়ার‌্য়ান্টি নেই।” তিনি আরও লিখেছেন, “জোট সঙ্গীদের ঘুষ দেওয়ার জন্যই বিজেপি এই বাজেট বানিয়েছে।” যদিও এ বিষয়ে আমল দিতে নারাজ বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে প্রায় সব আসনে জিতেছে বিজেপি। আর অন্য কবলিত এই উত্তরবঙ্গের কপালে জুটলো কেবল শূন্যতা। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হয় যে, বঙ্গ বিজেপির নেতৃত্বের একাংশের অঙ্গুলী হেলনে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side