আপনার নিউজ ডেক্স :- দেশ থেকে যক্ষা নিরাময়ে উদ্যোতি হয়েছে কেন্দ্র সরকার। এইতো কয়েকদিন আগেই ২৪ মার্চ পালিত হল বিশ্ব যক্ষা দিবস। একবারের স্লোগান ছিল, ‘নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’। অথচ দক্ষিণ দিনাজপুর জেলায় কেন্দ্রের বঞ্চনার জন্য গত ছয় মাসে যক্ষা রোগীর মৃত্যু সংখ্যা বেড়েছে বলে অভিযোগ। জেলার স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুসারে জুনেই এই রোগে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর পাশাপাশি এই ভয়ানক রোগে জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৪০০।
যক্ষাকে নির্মূল করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় ওষুধ দেওয়ার কথা থাকলেও বেশ কিছুদিন যাবৎ সেই ওষুধ পাঠাচ্ছে না কেন্দ্র। এর ফলে রাজ্য সরকারকে ওষুধ কিনে দিতে হচ্ছে বলে অভিযোগ। চলতি অর্থবছরে দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা স্বাস্থ্য দপ্তরকে ১১-১২ লক্ষ টাকা দিয়ে ওষুধ কিনতে হয়েছে। তবে ওষুধে তুলনায় দিনের দিন জেলায় রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর কেন্দ্র সঠিক সময় ঔষধ না পাঠানো জেরে চিন্তায় জেলার স্বাস্থ্য মহল।
জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, আক্রান্ত রোগীদের বেশিরভাগ বিশেষ কোনো নেশাগ্রস্ত। নেশায় আসক্ত হয় চিকিৎসার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষের আয়ের এর পরিমাণ অনেকটা কম হয় এই রোগে আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে প্রয়োজনীয় পুষ্টিযুক্ত খাবার খেতে পারছে না। এর ফলে এক্সট্রা পালমোনারি টিবিতে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ রুগী। তবে ভবিষ্যতে যদি কেন্দ্র ঔষধ না পাঠায় তবে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে জেলার স্বাস্থ্য দপ্তরের জন্য।