Type Here to Get Search Results !

‘আজ কি রাত’, গানে মেতেছে গোটা দেশ! কেমন অনুভূতি গায়িকা মধুবন্তীর



আপনার নিউজ ডেক্স:- বর্তমানে দেশের সমাজমাধ্যমে রাজত্ব করছে যে গানটি,তা হল ‘আজ কি রাত’,। সবুজ পোশাকে ঈষৎ পৃথুল শরীরে হিল্লোল তুলে নাচছেন তমান্না ভাটিয়া। হিন্দি ভাষাতে এই গানটি হলেও গেছেন একজন বাঙালি গায়িকা। বর্তমানে এই গানটিতে মেতেছে দেশে ৮ থেকে ৮০ সব বয়সের দশকেরা। 'স্ত্রী ২’ ছবির এই গান এই সময় ভারতীয় ইউটিউবে সব থেকে বেশি বার দেখা গান। এক কথা আজ কি রাত জ্বরে কাঁদছে গোটা দেশ। 

তবে যার কন্ঠে এই গান তার কেমন অনুভূতি? কি ভাবছেন গায়িকা। সম্প্রতি বাংলার এক গণমাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। কলকাতার মেয়ে মধুবন্তী বাগচি দীর্ঘদিন ধরেই বাংলা সঙ্গীত জগৎ -এ এক উজ্জ্বলতম নাম। তবে এই গানের ফলে কোটা ভারতজুড়ে তার সুরে ঘায়ের হয়েছেন দর্শকেরা। মধুবন্তী জনৈক সংবাদমাধ্যমকে জানান, “আমার সঙ্গীতজীবনে এটি প্রথম বার এমন ঘটল। গানটা যে শুধু সব জায়গা ‘ট্রেন্ড’ করছে তেমনটা নয়, বরং সারা দেশ থেকে বহু মানুষ মেসেজ করছেন, মন্তব্য করছেন আমাকে ট্যাগ করে। এ এক দারুণ অনুভূতি।” গায়িকা আরো জানান, “অনেকে সময় ভিডিয়ো থাকলে সত্যি গায়ক অথবা গায়িকার কণ্ঠটা চাপা পড়ে যায়। এ ক্ষেত্রে তা হয়নি। তমান্না ম্যামের প্রশংসা তো করেছেন সকলেই। কিন্তু গানটা নিয়েও যে এত কথা হচ্ছে, ভাল লাগছে।” 


বি রয়েছে এর মধ্যে। এখন মাতোয়ারা বলিউড। তবে ‘স্ত্রী ২’-ই প্রথম নয়। সম্প্রতি তাঁর গাওয়া আরও একটি গান সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। সেটি ‘হীরামন্ডি’ সিরিজ়ের ‘নজরিয়া কি মারি’। কিন্তু ‘আজ কি রাত’-ই মধুবন্তীর এত বছরের সঙ্গীতজীবনে সব থেকে বড় ‘হিট’, সেটা মানছেন গায়িকা নিজেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side