দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আরজি কর হাসপাতালে ধর্ষণ ঘটনা নিয়ে কুশমন্ডি বিজেপি-র মহিলা মোর্চা পক্ষে প্রতিবাদ মিছিল। মহিলাদের মুখে থেকে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে কুশমন্ডি শহর পরিক্রমা করে কুশমন্ডি থানায় সামনে অবস্থান বিক্ষোভ দেখান।
এদিন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চা সহ সভাপতি কবিতা গোস্বামী, জেলা মহিলা মোর্চা সাধারণ সম্পাদক রিমা সরকার, জেলা বিজেপি সদস্য বাসন্তী সরকার, দঃদিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়, অজিত সরকার, রঞ্জিত রায়, রাজেশ সরকার সহ অনেকেই। এদিন কুশমন্ডি থানার বিশাল পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছিল। এই বিষয়ে জেলা বিজেপি মহিলা মোর্চা সাধারন সম্পাদক রিমা সরকার বলেন, 'আরজি কর হাসপাতাল ঘটনা নিয়ে কুশমন্ডি থানায় বিক্ষোভ সমাবেশ করলাম দোষীদের অবিলম্বে গ্ৰেফতার করে ফাঁসী দিতে হবে'।