আপনার নিউজ ডেক্স :- আজ থেকে ১২দিন আগে রাত্রে ইসলামপুরের এক ধাবায় নিশংসভাবে খুন হন তৃণমূল নেতা বাপি রায়। এবার এই খুনের তদন্ত যেন সিআইডি দিয়ে করানো হয় সেই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুরোধ জানালেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। এর পাশাপাশি ইসলামপুর জুড়ে ক্রমাগত অপরাধমূলক কাজ নিয়ে চিন্তিত বিধায়ক।
তৃণমূল নেতার খুনের তদন্তে নেমে বিধাননগর থেকে অনিকেত সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছিল ঘটনার দুদিনের মাথায়। তবে এরপরে এই খুনের মামলার তদন্ত খুব একটা আগায়নি বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে এই অভিযোগ কে নস্যাৎ করে পুলিশ সুপার জানান, ‘আমাদের তদন্ত ভালোভাবে চলছে। তদন্তের স্বার্থে আর কিছু বলব না।’ এর পাশাপাশি এই ঘটনার পরে ইসলামপুরের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জবি থমাস।