আপনার নিউজ, বালুরঘাট, ২২ আগস্ট— প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতির হাত থেকে কৃষকদের বাঁচাতে উদ্যোগ। প্রতিটি কৃষককে বাংলা শস্য বীমা যোজনা আওতায় আনার লক্ষ্যে ট্যাবলোর উদ্বোধন।
মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনের সামনে বাংলা শস্য বীমার ট্যাবলো উদ্বোধন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। কৃষকদের উৎসাহিত করতে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ওই টবলো উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শংকর সরকার, উপ কৃষি অধিকর্তা জল ব্যবস্থাপনা দক্ষিণ দিনাজপুর প্রণব কুমার মুখোপাধ্যায়, পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক যথাক্রমে অনির্বাণ লাহিড়ী, পার্থ মুখার্জী, বালুরঘাট ব্লক কৃষি আধিকারীক তনয় সাহা সহ অন্যান্যরা।