বালুরঘাট:- যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ প্রদর্শন করলো ABVP। আজ বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডের সামনে এবিভিপির সমর্থকরা বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
তাদের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেগিং এর ও খুনের ঘটনায় বাম ও অতি বাম জড়িত রয়েছে। তাঁদের পৈশাচিকতার কারণেই স্বপ্নদীপকে পৃথিবী থেকে সরে যেতে হলো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিল বালুরঘাট ABVP প্রেসিডেন্ট সব্যসাচী রায় সহ দলীয় নেতৃত্বরা।