আপনার নিউজ:- পরপর দুটো মাস বাঙ্গালীদের শুভ অনুষ্ঠান না হয়, এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব না পরায় সোনার দামের খুব একটা বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বাঙালির প্রতিটি ঘরে বিবাহ কিংবা অন্নপ্রাশনে যেমন সোনার চল রয়েছে,অনেকেই সোনাকে বিনিয়োগের রাস্তা হিসেবে বেছে নিয়েছে।
এবার দেখে নেওয়া যাক আজকে সোনার দাম কত -
আজ ২৩ আগস্ট ২০২৩ কলকাতার বাজারে ২২কে সোনার দাম ৫৪২০ টাকা প্রতি গ্রাম, এবং ২৪কে সোনার দাম ৫৯১৩ টাকা প্রতি গ্রাম।
এবার দেখুন শেষ দশ দিনে কলকাতার বাজারে সোনার দামে কি পার্থক্য হয়েছে।