বালুরঘাট; সুশোভন সিংহ:- ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে ইনজেকশন দেওয়ার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অন্তত ৮ থেকে ১০ জন প্রসূতি। জানা গিয়েছে, ইনজেকশন নেওয়ার পর তাঁদের অনেকের শরীরে কাঁপুনি, শ্বাসকষ্ট ও প্রবল অস্বস্তির উপসর্গ দেখা দেয়। অভিযোগ উঠেছে, এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক সদ্যোজাত মায়ের বলে অভিযোগ।
ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রোগীর পরিবারদের দাবি, প্রতিবাদ করলে তাঁদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস, একাধিক চিকিৎসক ও পুলিশ আধিকারিকরা। দু’জন অসুস্থ প্রসূতিকে রাতেই সিসিইউতে স্থানান্তর করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই হাসপাতালে বিক্ষোভ দেখায় বাম ও বিজেপি কর্মীরা। যদিও সুপার অনুপস্থিত থাকায় তাঁরা কোন স্মারকলিপি জমা দিতে না পেরে খালি হাতে ফিরে যান।
সাধারণ রোগী ও তাঁদের পরিবারদের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে এমন গাফিলতি ঘটল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালে?