মালদা;তনুজ জৈন;০৮ডিসেম্বর: জেলা এবং মহকুমা জুড়ে রক্ত সংকট।রক্তের অভাব ব্লাড ব্যাংকে।সেই অভাব দূর করতেই জেলা যুব তৃণমূলের উদ্যোগে বিভিন্ন জায়গায় চলছে রক্তদান শিবির। যেখানে রক্ত দিলেন মন্ত্রীর ভাই থেকে শুরু করে এক ঝাক তৃণমূল নেতা। মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডলের নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় চলছে রক্তদান শিবির।তার অঙ্গ হিসাবেই এদিন হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পূজন দাসের উদ্যোগে একটি রক্ত দান কর্মসূচি হয়।
যেখানে প্রায় একশো জন রক্তদান করেন।এই তালিকায় রয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই এবং মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ১(এ) ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাস, ব্লক যুব তৃণমূল সভাপতি পূজন দাস সহ এক ঝাঁক স্থানীয় নেতা এবং কর্মী। মূলত মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে ছিলেন যুব তৃণমূলকে রক্তদান শিবিরের। মালদা জেলাতেও মালদা মেডিকেল কলেজ এবং চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে চলতি বছরে। সেই সংকট মেটাতেই এই ধরনের উদ্যোগ বলে ব্লক যুব তৃণমূলের দাবি।