মালদা;তনুজ জৈন;০৮ডিসেম্বর: হয়তো কখনো কোন দুর্ঘটনায় বা রোগ ব্যাধিতে কারোর হাত চলে গেছে আবার কারোর পা। তবুও জীবন সংগ্রামে হার না মেনে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন বিশেষভাবে সক্ষম সেই সব ব্যক্তি। তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল মারওয়ারি যুব মঞ্চ এবং ব্যবসায়ী সংগঠন।তাদের উদ্যোগেই হলো কৃত্তিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান অনুষ্ঠান।সেখানেই উপস্থিত হয়ে বিশেষ ভাবে সক্ষম সেই সব ব্যক্তিদের কৃত্তিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান করে নিজের হাতে পরিয়ে দিতে সাহায্য করলেন আইসি বিডিও এবং মন্ত্রী এক সঙ্গে। যে ছবি নজর কাড়লো সকলের।মুখে হাসি ফুটল বিশেষ ভাবে সক্ষম সেই সব ব্যক্তিদের।
রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স ও মারওয়ারি যুব মঞ্চের যৌথ উদ্যোগে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে অনুষ্ঠিত হল বিশেষভাবে সক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সদস্য হিমাদ্রী রায়, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও সৌমেন মন্ডল, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, বিশিষ্ট সমাজসেবী তারকেশ্বর রায় ও সজন আগারওয়ালা প্রমুখ।সেখানে বিডিও আইসি এবং মন্ত্রীকে দেখা যায় তারা নিজের হাতে বিশেষভাবে সক্ষম সেই সব ব্যক্তিদের কৃত্তিম পা পড়িয়ে দিচ্ছেন।এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ৬৫ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান করা হয়।এই কৃত্রিম অঙ্গ প্রদান ২০২১ সালেও করা হয়েছিল। এরকম কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জন এবং উপস্থিত অতিথিরা।