Type Here to Get Search Results !

Malda: কাঁধে কালী প্রতিমা কে তুলে দৌড়। মালদার চাঁচলের ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয়


মালদা;০২নভেম্বর: কাঁধে কালী প্রতিমা কে তুলে দৌড়। মালদার চাঁচলের ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয়। মা কালীকে মাথায় নিয়ে দৌড়চ্ছে মানুষ। রাজার প্রচলিত রীতি মেনে মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হলো ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালতিপুর এলাকার আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটেন এলাকাবাসী। কালী দৌড় প্রতিযোগিতাকে ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ। তবে রীতির পিছনে লুকিয়ে আছে এক ইতিহাস। 


দৌড়ে নিয়ে যাওয়ার পর যাদের কালী প্রতিমা অক্ষত অবস্থায় থাকবে, তাদের প্রতিমাকেই প্রথমে বিসর্জন দেওয়া হবে। নিজেদের পূজিত কালী প্রতিমা কাঁধে করে নিয়ে ঘাটের দিকে দৌড় লাগান উদ্যোক্তারা। রাজার প্রচলিত সেই রীতি মেনেই এখনও মালদার চাঁচলের মালতিপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। এবারও যার অন্যথা হল না।শুক্রবার রাতে কালী দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হল এক অদ্ভুত পরিবেশ।


আমকালীর বিসর্জনের পর হ্যান্টা,বাজার,শ্যামা,বুড়ি,হাট,চনকা কালী প্রতিমার দৌড় হয়।পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু।ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসিও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side