মালদা: দুবাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হয় মালদার এক পরিযায়ী শ্রমিকের। মৃত্যুর ১০ দিন পর তার মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার লোকেরা।এলাকা জুড়ে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম তাজমুল হক বয়স(৫৪)। বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত রহমতপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে পেটের টানে দুবাইয়ে কাজ করতে যাই।সেখানেই এক কোম্পানিতে কাজ করতো সে। তারপরই হঠাৎ চলতি মাসের ২২ তারিখে পরিবারের লোকে কাছে ফোন আসে,যে আর সে এই পৃথিবীতে নেই।তার মৃত্যুর খবর পরিবারের লোক শুনতেই কান্নাই ভেঙ্গে পড়েন।মৃত্যুর দশ দিন পর তার মৃতদেহ বৃহস্পতিবার তার বাড়িতে এসে পৌঁছাই।তার শেষকৃত্যে বিদায় জানানোর জন্য কয়েকশো মানুষ যায়।তাকে শেষ বেলায় বিদায় জানান তার পরিবারের লোকেরা। সকালেই তাকে কবরস্থ করা হয়।
মৃতের জামাইবাবু খলিলুর রহমান বলেন,আমার শালাবাবু দুবাইয়ে কাজ করত।চলতি মাসের ২২ তারিখে আমাদের কাছে ফোন আছে যে আমার শালা বাবু আর এই পৃথিবীতে নেই।সেখানে তার এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করে তার দেহ নিয়ে আসার ব্যবস্থা চলছিল।তার মৃত্যুর ১০ দিন পর তার দেহ বাড়িতে পৌঁছায়।আজেই কবরস্থ করা হয়।পরিবারে স্ত্রী ছোট একটা ছেলে ও একটা মেয়ে রয়েছে। বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল সে।ছেলে মেয়েকে নিয়ে কিভাবে সংসার চালাবে তার মা। প্রশাসনের কাছে অনুরোধ করবো যেন পরিবারের পাশে এসে দাঁড়ায় ও সবরকম সহযোগিতা করে।