হেমতাবাদ, ২ নভেম্বর: গুজরাটে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিকের। হেমতাবাদ ব্লকের শাসনের শিয়ালডাঙ্গি এলাকার বাসিন্দা মাজিরুল মহম্মদ ইসলাম (৪৬) গুজরাটের কান্ডালা বন্দরে কাজ করতেন। গত বুধবার সেখানে তার একটি দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে অ্যাম্বুলেন্সে করে মাজারুলের মৃতদেহ হেমতাবাদে তার নিজের বাড়িতে ফিরে আসে।
মৃতের মেয়ে মোস্তারিন পারভিন কলেজ পড়ুয়া। তিনি বলেন, "গত বুধবার সকাল নটার দিকে ঘটনাটি ঘটেছে। বাবা যেখানে কাজ করতেন তার গোডাউনের বাইরে বসে বাবা ফোনে কথা বলার সময় গোডাউন থেকে মালভর্তি একটি লরি এসে বাবাকে ধাক্কা দেয়। কোমড়ের উপরের অংশে কিছু না হলেও নীচের অংশ ক্ষতবিক্ষত হয়। পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাবাকে মৃত ঘোষণা করা হয়।"