মালদা: কালীপুজোর আগের রাতেই জুয়ার ঠেকে হানা পুলিশের। মন খারাপ জুয়ারিদের। গ্রেপ্তার ৪। কালী পুজোয় এলাকায় জুয়া এবং চটুল নাচ রুখতে তৎপর পুলিশ। রাতভর চললো তল্লাশি অভিযান।
বুধবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মুড়াগাছি এলাকায় একটি জুয়ার ঠেকে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে।ধৃতদের নাম মোঃ দুলাল, সায়াব আলী, মমতাজ আলী, আদম আলী। ধৃতদের এদিন চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে কালী পুজোর দশ দিন আগে থেকে এলাকা জুড়ে টহল চলছে পুলিশের। জুয়া খেলা রুখতে এবং অশ্লীল নাচের আসর বন্ধ করতে বদ্ধপরিকর পুলিশ।