মালদা;তনুজ জৈন;২৯অক্টোবর: এবার শতরূপের পাল্টা বিস্ফোরক রহিম।বিজয়া সম্মেলনির মঞ্চ থেকে নাম না করে তীব্র আক্রমণ। কুলাঙ্গার অসুর বলে কটাক্ষ। মা দুর্গার কাছে অসুর নিধনের প্রার্থনা।জেলা সভাপতির পাশে দাড়িয়ে সওয়াল করলেন ব্লক সভানেত্রী মর্জিনাও। পাল্টা খোঁচা সিপিএমের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ এ এবং বি সাংগঠনিক ব্লক তৃণমূলের পক্ষ থেকে সংগঠন সমিতি হলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এলাকার বিভিন্ন পুজো কমিটিকে সম্বর্ধনা দেওয়া হয়।এছাড়াও দলের পুরনো কর্মী নেতাদের সম্মান জানায় তৃণমূল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, রাজ্য তৃনমূলের মুখপাত্র সুদীপ রাহা, দুই ব্লক সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ। সেখানে মঞ্চ থেকে মন্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি মা দুর্গার কাছে প্রার্থনা করেন যাতে বাংলায় অসুরদের নিধন হয়। প্রসঙ্গত এই হরিশ্চন্দ্রপুরে এসে কদিন আগেই রহিম বক্সিকে বেলাগাম আক্রমণ করেছিলেন রাজ্য সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ বলেছিলেন মানুষ ডুগডুগি বাজাবে। রহিম বকশী বাদর নাচ দেখাবে।
এবার পাল্টা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রহিম বলেন এই ধরনের অসুর কুলাঙ্গারদের যাতে নিধন হয় সেই প্রার্থনা করেছি। এরা নিজেদের শিক্ষিত বলে দাবি করে। মশালের আলোতে মুখ লুকিয়ে আমাদের আক্রমণ করে। দিনের আলোয় সাহস নেই। এটা ওদের লজ্জা আমাদের না।ব্লক সভা নেত্রী মর্জিনা খাতুন বলেন যে যেমন বলবে তাকে তেমন শুনতে হবে। এটা কিছু করার নেই।এর পাল্টা সিপিএমের দাবি ২০২৬ সালে প্রকৃত অসুরদের নিধন হবে। রহিম বক্সি সহ তৃণমূলের বিসর্জন হবে।