মালদা;তনুজ জৈন;২৯অক্টোবর: মালদহের হরিশ্চন্দ্রপুরে বিহারের পরিযায়ী শ্রমিক ও স্ত্রীকে বিবস্ত্র করে গণপিটুনি কাণ্ডে অভিযোগ পাওয়ার পরেই তৎপর পুলিশ। আইসি সহ অন্যান্য অফিসারদের নেতৃত্বে রাতভর চলল তল্লাশি। এলাকা জুড়ে চিরুনি তল্লাশিতে গ্রেপ্তার অন্যতম এক অভিযুক্ত। বাকিরা এখনো পলাতক।ধৃতের নাম বাটুল আলী। বাড়ি হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকায়।ধৃতকে এদিন চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বাকিরা এখনো অধরা। পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে।
প্রসঙ্গত গতকাল রাতে মাখনার ফরিতে লেনদেন নিয়ে বিবাদের জেরে বিহারের এক পরিযায়ী শ্রমিককে গণপিটুনি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠে একদল মাখনা ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি তার স্ত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে। যে ঘটনায় তোলপাড় হয়ে যায় জেলা সহ রাজ্য।