২০ বছর বয়সি ট্যাটু শিল্পীর নাম গুরফান খান। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বাবা সিদ্দিকির ছেলে জ়িশান সিদ্দিকিকেও হুমকি দেন ধৃত। তার পরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। হুমকি বার্তায় বলা হয়, সলমন ও জ়িশানের মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। তাঁদের হত্যা করার জন্য বড় ষড়যন্ত্র করা হচ্ছে। এ-ও বলা হয়, এই হুমকি বার্তা যিনি পাঠিয়েছেন, তিনি ষড়যন্ত্রের সবটাই জানেন। গত ১২ অক্টোবর জ়িশানের অফিসের সামনেই হত্যা করা হয় প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে। এই খুনের দায় স্বীকার করেন লরেন্স বিশ্নোই। তার পরেই বাড়ানো হয় সলমনের নিরাপত্তা।
টাকা চেয়ে সালমানকে হুমকি! নয়ডা থেকে গ্রেফতার স্থানীয় ট্যাটুশিল্পী
অক্টোবর ৩০, ২০২৪
0
Tags