তাঁরা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয়। পরে একদল লোকজন মদ্যপ অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে।টেবিল চাপড়ে হুমকি। রতুয়া থানায় পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মালদার রতুয়া ব্লক হাসপাতালে হুমকির মুখে চিকিৎসক, নার্সরা
অক্টোবর ০১, ২০২৪
0
মালদা:- ফের হুমকির মুখে চিকিৎসক, নার্সরা। মদ্যপ অবস্থায় এসে হামলা ভাঙচুরের চেষ্টা। মালদার রতুয়া ব্লক হাসপাতালে আতঙ্কে চিকিৎসক, নার্সরা। আঙুল কেটে যাওয়ায় এক ব্যাক্তি হাসপাতালে যান। সেই সময় সুতো না থাকায়, পেসেন্ট পরিরবারকে সুতো কিনে আনতে বলা হয়।
Tags