সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি ভয়ানক রূপ নিচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের টাঙ্গন নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। নদী সংলগ্ন এলাকাগুলোতে পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র। বন্যা কবলিত সাধারণ জনগনের মধ্যে বন্টন করলেন ত্রান সামগ্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশিহারি ব্লকের বিডিও,বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা।
টাঙ্গন নদী সংলগ্ন এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের শিহল কানাহারপাড়া,জামার খরিপাড়া ধুমপাড়া সহ বিস্তীর্ণ এলাকার বন্যা কবলিত জনসাধারণের সাথে কথা বলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রী এই দিন বন্যা কবলিত সাধারন জনগণকে আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদা সাধারণ মানুষের পাশে আছেন। যে কোন প্রকার সাহায্যে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন প্রস্তুত।
উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় জরুরী বৈঠক করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে উত্তরবঙ্গের প্রশাসনিক কর্মকর্তা এবং মন্ত্রীদের নিজ নিজ এলাকায় বন্যা পরিস্থিতির দিকে নজর রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।