দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে উদয়পুর গ্রাম পঞ্চায়েত আঙ্গারীবন এলাকায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় তহবিল থেকে ২৫৪ জন অসহায় দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করলেন।
এই অনুষ্ঠানে কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিউ ঘোষ বষাক দেউল অঞ্চল সভাপতি নকুল রায় বিশিষ্ট সমাজ সেবী কৃষ্ণ বসাক সহ আরো অনেকেই।। এই বিষয়ে কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় বলেন, আজ উদয়পুর গ্রাম পঞ্চায়েত আঙ্গারীবন এলাকায় ২৫৪ জন অসহায় দরিদ্র মানুষ দের বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানান।