বালুরঘাটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম, বিধায়িকা রেখা রায় সহ আরও অনেকে। দলীয় সূত্রের খবর, আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সিবিআই তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবিতে এই মানববন্ধন আয়োজন করা হয়।
স্নেহলতা হেমরম জানিয়েছেন, "দিদির নেতৃত্বে রাজ্য সরকার যেসব উন্নয়নমূলক কাজ করছে, তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।"