মালদা; তনুজ জৈন; ৩০সেপ্টেম্বর: ফুলহার নদীতে বাড়ছে জল।তাই নদী তীরবর্তী গ্রাম গুলোর মধ্যে ঢুকেছে জল,জলবন্ধি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ।তাই সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,সাথে ছিলেন হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল, হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহ: মনিরুল আলম,কুমেদপুর ফাঁড়ির ওসি কাজল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক ও জন প্রতিনিধিগণ।
উল্লেখ্য উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে। পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ফুলাহার নদীতেও।তাই নদী তীরবর্তী গ্রাম গুলোতে গতকাল সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম গুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদ পুর,উত্তর ভাকুরিয়া,দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল,তাতিপাড়া সহ একধিক এলাকা গুলো পরিদর্শন করেন হরিশচন্দ্রপুর এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ও বিডিও তাপস কুমার পাল। আজকে বন্যা কবলিত ২৫০ টি পরিবারের হাতে পলিথিন,চাল, চিড়ে,গুর ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয় বলে ব্লক প্রসাশন সূত্রে খবর ।