মালদা;এবার গ্রামে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল হাজার টাকা জোড়া হিসেবে দাম রাখা হয়েছে। রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ গ্রামে বিক্রি হচ্ছে প্রাণের ত্রিপল।
এমনই চিত্র দেখা গেল মালদাহের বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের ছয় ভরিয়া গ্রামে। সরকারি ত্রাণের ত্রিপল বিক্রেতা কে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের এবং বিক্রেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন মালদার মানিকচক ভূতনি এলাকায় যেসব বন্যা ক্ষতিগ্রস্ত পরিবার গুলি দুই থেকে তিনটি ত্রিপল পেয়েছেন তাদের সেই ত্রিপল বেশি হয়, তারা বিক্রি করে দেয় তাদেরই কাছ থেকে কিনে এনে গ্রামে বিক্রি করছি। চারিদিকে শুরু হয়েছে বর্ষা আর বর্ষা শুরু হতেই মালদার একাধিক অঞ্চল বন্যায় প্লাবিত আর সেই সময় বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল তাকেই ঘিরে ধুমধুমর কান্ড ভাইরাল ভিডিও।