দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি পঞ্চায়েত সমিতি টাঙ্গন সভা কক্ষে কুশমন্ডি ব্লকের পঞ্চায়েত প্রধান ও আশাকর্মী দের উন্নয়ন মুলক আলোচনা করলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে।
এছাড়াও এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও মোহাম্মদ জাইরুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা সহ অনেকেই।এই বিষয়ে কুশমন্ডি ব্লকে জয়েন্ট বিডিও মোহাম্মদ জাইরুল ইসলাম বলেন আজ কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভা কক্ষে প্রধান আশা কর্মীদের নিয়ে উন্নয়ন মুলক আলোচনা করা হল।