সুশোভন সিংহ; বালুরঘাট: কামারপাড়া এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী পায়েল পাল এই বছর উচ্চমাধ্যমিকে ৪৬০ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়েছে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে পায়েল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু যাতায়াতের সমস্যায় পড়ছিল সে। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
চেয়ারম্যান অশোক মিত্র আগেই পায়েলকে একটি যান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা সোমবার পূর্ণ করেন। পায়েলের বাবার হাতে একটি টোটো তুলে দেন তিনি, যাতে পায়েলের যাতায়াত সহজ হয়। পরিবার এই সহায়তাকে স্বাগত জানিয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন।
কামারপাড়া থেকে বালুরঘাট পর্যন্ত দীর্ঘ পথ পায়েলের বাবাকে সাইকেলে করে প্রতিদিন পার করতে হতো। টোটো পাওয়ার পর সেই অসুবিধা দূর হলো। অশোক মিত্রের এই সহায়তা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহ জোগাবে বলে আশা করছেন অনেকে।
পায়েলও এই সহায়তায় অত্যন্ত খুশি। তার মতে, উচ্চশিক্ষার পথে এই উদ্যোগ তাকে এগিয়ে যেতে অনেকটাই সহায়তা করবে।