মালদা;২৯সেপ্টেম্বর: মালদহের চাঁচলে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাড়াল মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হল গাছ চাপা পড়ে নিহতের পরিবারকে। রবিবার চাঁচল ১ ব্লকের চন্ডীগাছিতে নিহত অপু দাসের স্ত্রীর হাতে চেক তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফে।
উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ,জেলাপরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন,কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান ও চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা।বিধায়ক পরিবারটিকে সমবেদনা জানিয়ে বলেন ,সরকারি সবরকম সহায়তা করা হবে পরিবারটিকে।প্রশাসন ও সরকার পাশে রয়েছে। এদিকে এদিন ওই পরিবারকে সমবেদনা জানাতে যান চাঁচল ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি।ছিলেন ব্লক যুব সভাপতি আফাজুদ্দিন আহমেদ ও যুবনেতা গোলাম মোস্তফা ওরফে রকি সহ অন্যান্যরা।জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডলের নির্দেশে তারা পরিবারটিকে খাদ্য দ্রব্য ও কিছু অর্থ তুলে দেন।পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে যুব সংগঠন।