দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিধানসভার বিধায়িকা রেখা রায় উদ্যেগে শুভ শারদীয়া উপলক্ষ্যে কুশমন্ডি ব্লকের অন্তর্গত ৮ নং মালিগা অঞ্চলে অসহায় দরিদ্র মানুষ দের মধ্যে বস্ত্র বিতরন করা হল।
এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডির বিধায়ীকা রেখা রায় মহাশয়া, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি-আব্দুল কাদের মিঞা , কুশমন্ডি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ শশ্যামল সাহা মালিগাও অঞ্চলে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কমল বিশ্বাস, ৮নং মালিগা অঞ্চলের প্রধান ফুলমনি বিশ্বাস সহ অনেকেই। এই বিষয়ে কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় বলেন আজ শারদীয়া উপলক্ষে ১০০ জন অসহায় দরিদ্র মানুষকে বস্ত্র দেওয়া বলে জানান।