তনুজ জৈন; মালদা: উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে। পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ফুলাহার নদীতেও।তাই নদী তীরবর্তী গ্রাম গুলোর মধ্যে ঢুকেছে জল।
রবিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম গুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদ পুর,উত্তর ভাকুরিয়া,দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল,তাতিপাড়া সহ একধিক এলাকা গুলো পরিদর্শন করলেন হরিশচন্দ্রপুর এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন। এদিন মন্ত্রী পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষ সমস্যার কথা শুনেন।