বালুরঘাট: শারদীয়া দুর্গোৎসবের নিরঞ্জন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। রবিবার বালুরঘাট পৌরসভা, ট্র্যাফিক বিভাগ ও বালুরঘাট থানা যৌথভাবে আত্রেয়ী নদীর কল্যাণী ঘাট পরিদর্শন করলেন। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র, ট্র্যাফিক আইসি অরুন কুমার তামাং ও বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা।
দুর্গাপুজোর পর নিরঞ্জনের সময় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করছে। ঘাটের চারপাশে বাঁশের ব্যারিকেড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এড়াতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও ঘাট চত্বরের ভিড় সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে প্রশাসন।
পৌরপ্রধান অশোক কুমার মিত্র সংবাদমাধ্যমের সামনে বলেন, “নিরঞ্জন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে নজর রাখা হবে। যথেষ্ট সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হবে এবং ঘাটে নিরাপত্তা ব্যবস্থার কোনো ফাঁক রাখা হবে না।”
পুজোর আনন্দ যাতে কোনো দুর্ঘটনায় পরিণত না হয়, সেই লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।