মালদা;২৯সেপ্টেম্বর: জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে অপহরণের চেস্টার অভিযোগ তুলে থানায় অভিযোগ করলেন মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার গোবিন্দপাড়া এলাকাতে।
তার মেয়ের দেড় বছর আগে বিয়ে হয় রতুয়ার বাহারালে।স্বামীর অত্যাচারের জেরে ছয়মাস ধরে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছেন ওই মহিলা।অভিযোগ,শনিবার গভীররাতে বাড়িতে ঢুকে তাদের মেয়ের মুখে কাপড় গুঁজে ও হাত বা বেঁধে অপহরণ করে পালাচ্ছিল জামাই সহ চারজন বলে অভিযোগ।চিৎকার শুনেই মা জেগে উঠলে তারা মেয়েকে রেখে পালিয়ে যায়।এঘটনায় আঘাত পেয়ে মালতীপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা।রবিবার জামাই সহ চারজনের বিরুদ্ধে অপরহণের চেষ্টার অভিযোগ নিয়ে চাঁচল থানায় অভিযোগ করেছেন তার মা।অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরূ করেছে।