মালদা: পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মিরা গ্রাম এলাকার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। পেটের টানে ভিন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল শেখ আতিউল (৩১) নামে এক তরতাজা যুবককে। বাড়িতে রয়েছে বৃদ্ধ মা বাবা, স্ত্রী ও দুই নাবালক সন্তান ও ছোট ছোট চার ভাই বোন।
সংসারের বোঝা টানার জন্যই উত্তরপ্রদেশের লক্ষণউ এলাকায় টাওয়ারের কাজে গিয়েছিল। সেখানে টাওয়ারে কর্মরত অবস্থায় বিগত রবিবার বিকালে ইলেকট্রিক শক লাগে। উপর থেকে পড়ে যায় বলে অভিযোগ। ঠিকাদার সংস্থা ও সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই কান্নার রোল এলাকা জুড়ে। মঙ্গলবার গ্রামের দেহ ফিরে আসবে সেই অপেক্ষাতে রয়েছে পরিবারের সদস্যরা। বৃদ্ধ বাবা শেখ রাফাজ খুব দুশ্চিন্তায় পড়লেন।ছেলের উপার্জনেই সংসার চলত। এদিকে পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজনরা দেহ বাড়ি আসন অপেক্ষায় রয়েছে।