মালদা;২৪সেপ্টেম্বর: জাতীয় সড়কে গর্ত। জলজমে সেই গর্ত বুজেছে। ফলে একটি যাত্রীবাহি টোটো উল্টে এক গর্ভবতী সহ পাঁচজন জখম হন। ক্ষুব্ধ হয়ে পথচলতিরা অবরোধ করে রাখেন হরিশ্চন্দ্রপুর গামী জাতীয় সড়ক। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে চাঁচলের খেজুরিয়া মোড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আটকে পড়েন বহু ছোট ও বড় গণপরিবহণ সহ পণ্যবাহী গাড়ি।স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে জাতীয় সড়কে।আবার জলের ভেতর বড় গর্ত তৈরি হয়েছে।সেই গর্ত না দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে টোটো।গত কয়েকদিন আগেও একটি টোটো উল্টে দুজন মহিলা যাত্রী জখম হয়ে হাসপাতালে ভর্তি হন।এদিন আবারও টোটো উল্টে দুর্ঘটনা ঘটায় বেজায় ক্ষুব্ধ হয় পথচলতিরা।তারা রাস্তা সংস্কারের পাশাপাশি সেই গর্ত ভরাটের দাবি জানিয়েছেন।