Type Here to Get Search Results !

Sandip Ghosh: সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট, সন্দীপের আর্জি খারিজ


আপনার নিউজ ডেক্স:- আরজি কর তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুন করার মামলায় সিবিআইয়ের নজরে রয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তনা অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর পাশাপাশি, ইতিপূর্বে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে। এই ঘটনায় সংবাদমাধ্যম যে সংবাদ প্রকাশ করছে তার উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে সংবাদ মাধ্যমে স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করবে না মহামান্য আদাল। 


সন্দীপ ঘোষের করা মামলার শুনতে গিয়ে বুধবার বিচারপতি শম্পা সরকার মামলাকারীর আর্জি খারিজ করে দিয়ে জানান, এই পর্যায়ে সংবাদমাধ্যমের উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির প্রয়োজন বোধ করছে না কোর্ট। কোনও নির্দিষ্ট সংবাদ নিয়ে আপত্তি থাকলে প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারেন বা মানহানির মামলা করতে পারেন। পাশাপাশি মহামান্য বিচারপতি জানান, জিজ্ঞাসাবাদ সংক্রান্ত খবরে সন্দীপের ‘ভূমিকা’ নিয়ে কোনও আগাম সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করা যাবে না। জিজ্ঞাসাবাদ পর্বের কোনও ‘অ্যানিমেশন’ নাট্যরূপও প্রকাশ করা যাবে না। বস্তুগত সংবাদ পরিবেশন করতে হবে এবং সংবাদমাধ্যমের নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। সংবাদমাধ্যমকে ‘তদন্তকারী সংস্থার’ ভূমিকা নিতেও কার্যত নিষেধ করেছে কোর্ট। 

সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুসারে, এদিন আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের অভিযোগ করে জানান, সংবাদমাধ্যম তাঁর মক্কেল সম্পর্কে ‘অসত্য’ এবং অবমাননাকর খবর প্রকাশ করছে। তার ফলে তদন্ত যেমন প্রভাবিত হচ্ছে তেমনই সন্দীপের সম্মানহানি হচ্ছে। তাঁর বিরুদ্ধে জনরোষও তৈরি হচ্ছে। এবিপি প্রাইভেট লিমিটেড-এর আইনজীবী রত্নাঙ্ক বন্দ্যোপাধ্যায় কোর্টে জানান, এই ধরনের কোনও অভিযোগ থাকলে মামলাকারী প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারেন। কিন্তু সংবাদমাধ্যমের সার্বিক নিষেধাজ্ঞা সংবিধান স্বীকৃত বাক-স্বাধীনতার পরিপন্থী। উপরন্ত, মামলার নথিতে এমন কোনও ইঙ্গিত নেই যে এবিপি সংস্থা কোনও ‘বিচারসভা’ (মিডিয়া ট্রায়াল) আয়োজন করেছে


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side