![]() |
ছবি- গুগুল |
আপনার নিউজ ডেক্স:- অবশেষে এক সপ্তাহ পর আবার আরজি কর নিয়ে মুখ খুললেন সর্বভারতীয় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১৪ অগস্ট মাঝরাতে প্রথম বার মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মাঝে কেটে গেছে সাত দিন। অভিষেকের নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে উঠছিল প্রশ্ন। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক, সেখানে তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে চাপ দিতে। যে আইনে ধর্ষণের ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা হবে। এবং তার পরে দোষীকে কঠোরতম সাজা দেওয়া হবে।
ইতিমধ্যেই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিরোধী দলগুলো এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ-এর দাবি জানাচ্ছে। সেই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীরবতা তৃণমূলের অন্দরেই প্রশ্নের জন্ম দিচ্ছিল। বৃহস্পতিবার অভিষেক লিখেন, ‘‘গত ১০ দিনে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।’’