পার্থ মন্ডল; মালদা:- জায়গা দখল নিয়ে দুই পরিবারের বিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদহের ইংরেজবাজারের আজিম পুর এলাকা। নাবালিকা দুই কন্যাকে মারধর করার অভিযোগ।
বৃহস্পতিবার সকালে সমর রজকের সঙ্গে প্রতিবেশী গৌর দাসের এবং উত্তম রবি দাস'নুর আলম শেখ ও সারিকুল মহলদার মধ্যে বচসা হয়। পরে, গৌর দাস দলবল নিয়ে সমরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। নবনির্মিত বাড়িতে আগুন লাগানো হয়। অভিযোগ, সমর ও তাঁর স্ত্রীকে ও তার দুই কন্যাকে মারধর করে তাঁদের বাড়ির, মোটর বাইকে আগুন ধরিয়ে দেয়। এর পাশাপাশি, সমরের দুই নাবালিকা কন্যা সন্তানকে অপহরণ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় সমরের পরিবারের তিন জন জখম হন। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ।