আপনার নিউজ ডেক্স:- ডাক্তার ছাত্রী মৃত্যুকে হাতিয়ার করে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কায়দায় এই বাংলায় আন্দোলনের আহ্বান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গতকাল আরজি কর হামলার পেছনে তৃণমূলের সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ শুভেন্দু। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন। তবে এখানেই থেমে নেই বিরোধী দলনেতা শুক্রবার এই ঘটনার প্রতিবাদে রাজ্য স্তব্ধ করার ডাক দিয়ে স্লোগান তুলেছেন এক দফা দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ'। আর এই এই কর্মসূচিতে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলকে স্বামীর হওয়ার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।
বুধবার মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক কর্মসূচি চলছিল। সেই সময়েই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালান একদল ব্যক্তি। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমও। হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। ভাঙচুর করা হয় আরজি করের পুলিশ ফাঁড়ি, এমনকি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চও! পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। কিন্তু যাঁরা হামলা চালালেন, তাঁরা কারা? বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা স্পষ্ট নয়। যদিও আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে নয়-জনকে গ্রেফতার করা হয়েছে।