দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি তৃণমূল কার্যলয়ে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় পতাকা উওলন করা হয়। পরবর্তীতে মিছিল করে কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায়।
এর পাশাপাশি কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে ১০০ টি বৃক্ষ রোপন করা হয় বলে জানান কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় । এই বিষয়ে কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন, প্রতি বছর মতো এই বছর জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা দিবস পালন করলাম পাশাপাশি কুশমন্ডি ব্লকে প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস স্বাধীনতা দিবস পালন করলেন। কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে রোগী দের ফল মিষ্টি বিতরণ করা হয় এবং বৃক্ষ রোপন করা হল। এই কর্মসূচিতে কুশমন্ডির বিধায়িকার পাশাপাশি উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ রূপছানা খাতুন, কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি, কুশমন্ডি পাঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া, কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রান্তিক সরকার, লাভলী বেগম সহ অনেকেই।।