সুশোভন সিংহ; বালুরঘাট:- ইতিমধ্যে রাজ্যের পাশাপাশি আরজি কর ঘটনায় উত্তাল গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তের ডাক্তারেরা নেমেছে প্রতিবাদে। ১৪ ই আগস্ট রাত্রে আরজি কর হাসপাতালে 'ইমারজেন্সিতে' হামলা চালায় একদল দুষ্কৃতী। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কিছু ছবি দিয়ে দুষ্কৃতীদের ধরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এবার এই হামলার ঘটনা নিয়ে পুলিশকে দ্বাই করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটে সাংসদ ড.সুকান্ত মজুমদার।
এদিন বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর হাসপাতালের হামলার ঘটনা বিষয়ে বলতে গিয়ে সুকান্ত বলেন, "পুলিশ পুরোপুরি ব্যর্থ, গতকালকের ঘটনা তা প্রমাণ করে দিয়েছে "। এর পাশাপাশি তিনি আরও বলেন, 'আরজি করে পুলিশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ, রাত্রে দেড়টা নাগাদ প্রায় ২০০০ সমাজ বিরোধী কিভাবে মহিলাদের আন্দোলনে মিশে গিয়ে এই ঘটনা ঘটালো"। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিশানা করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা আরজি করে এই হামলা চালিয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে তৃণমূলের নেতৃত্বদের দাবি সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে।
Video:-