বালুরঘাট:- আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু ও নিরাপত্তার অভাবে ক্ষুব্ধ দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্যকর্মীরা। বুধবার, বালুরঘাটে বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স ও গ্রুপ ডি কর্মীরা। বিকেল চারটা নাগাদ মিছিলটি জেলা হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে।
মিছিল থেকে আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে কর্মীরা। পাশাপাশি, রাজ্যের সমস্ত হাসপাতালে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানানো হয়। "চিকিৎসকদের নিরাপত্তা ছাড়া স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব নয়," দাবি মিছিলে অংশগ্রহণকারী এক চিকিৎসকের।
স্বাস্থ্যকর্মীদের এই প্রতিবাদে বালুরঘাট শহরের সাধারণ মানুষও সহানুভূতির নজরে দেখেছেন। যদিও সরকারি স্তরে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।