দৌড়টি তো অংশ নিয়েছিলেন ৫০ জন মহিলা প্রতিযোগিনী এবং ২৫০ জন পুরুষ প্রতিযোগী। ১৩ বছর থেকে ১৮ বছর এবং ১৮ বছরের উর্ধ্বে এই দুটি বিভাগে দৌড়টি অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দের হাতে মেডেল সার্টিফিকেট এবং ট্রফি তুলে দেওয়া হয়। দৌড়ে অংশগ্রহণকারী ফিনিশারদের প্রত্যেককে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। প্রত্যেক প্রতিযোগী ও প্রতিযোগিনী দের জলের বোতল,ঠান্ডা পানীয় এবং টিফিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। দৌড়টির শুভ সূচনা করেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিষ সরকার , কুশমন্ডি ব্লকে বিডিও দর্শনা সুব্বা কুশমুন্ডি থানার আইসি তরুণ সাহা এবং কুশমন্ডি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী রমন দাস এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া
এই ম্যারাথন দৌড়ে শিক্ষকদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন সাজেদার রহমান, সৌমেন পাল, শুভাশিস রায়, আজকের এই ম্যারাথন দৌড়টিকে ঘিরে কুশমন্ডি বাসী এবং বিভিন্ন স্তরের ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে চরম উত্তেজনা উদ্দীপনা লক্ষ্য করা যায়। ডিউটির শেষে কুশমন্ডি উচ্চ বিদ্যালয় ময়দানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে সকলেই স্বাধীনতা দিবসের আনন্দে মেতে ওঠেন । পাশাপাশি কুশমন্ডি ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাজ্য স্তরে জ্যবলিন থ্রো স্বর্ন পদক জয়ী অনুপ্রীয়া রায় কে সংবর্ধনা দেওয়া হয়। বলেন জানান কুশমন্ডি স্কুল পরিদর্শক রমন দাস। ম্যারাথনে দৌড়ে চ্যাম্পিয়ন হতে ট্রফি সার্টিফিকেট তুলে দেওয়া হয়।