আপনার নিউজ ডেক্স:- আরজি কর তরুণী ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুন করা ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে সব থেকে চর্চিত নাম 'সন্দীপ ঘোষ'। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের ভুরি ভুরি অভিযোগ সম্মুখে আসে। বেগতিক বুঝে সন্দীপের বিরুদ্ধে তদন্তে 'সিট' গঠন করে রাজ্য সরকার। তবে শুক্রবার আরজি করে যাবতীয় দুর্নীতি তদন্তভার সিবিআই কে দিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্যের তরফে গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিট-এর তদন্তের বিষয়টি খারিজ করে দেন। শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিবিআইয়ের হাতে নথি হস্তান্তর করতে বলা হয়েছে সিটকে। বিচারপতির পর্যবেক্ষণ, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতিরও তদন্ত সিবিআই করবে বলে জানিয়েছে উচ্চ আদালত।