আপনার নিউজ ডেক্স:- বাংলাদেশে রাজনৈতিক পঠ পরিবর্তনের পর থেকেই উত্তাল দেশটি। আওয়ামী লীগ নেতা মন্ত্রী থেকে শুরু করে সাংসদদের বিরুদ্ধে একের পর এক মামলা জমা পড়ছে দেশটির থানা থেকে আদালতে। এবার ঢাকা-১০ আসনের সদ্য প্রাক্তন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়ো দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার খবর এসেছে।